new18.com এর রিপোর্ট অনুযায়ী মাওবাদীদের সঙ্গে জড়িত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় দিল্লির শারীরিক প্রতিবন্ধী অধ্যাপক জিএন সাইবাবাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শুনিয়েছে গড়চিরোলির এক আদালত। JNU এর ছাত্র হেম মিশ্র ও প্রাক্তন সাংবাদিক প্রশান্ত রাহীকে মহেশ তিরকি, পান্ডু নারোটিকেও একই মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছে আদালত। অন্য অভিযুক্ত বিজয় তিরকিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দিল্লির রামলাল কলেজের অধ্যাপক সাইবাবাকে ২০১৪ সালের ৯ মে গাড়ি থেকে নামিয়ে কার্যত অপহরণ করে পরে গ্রেফতার দেখায় মহারাষ্ট্র পুলিস। অন্তত এমনটাই অভিযোগ। দীর্ঘদিন জেলে থাকার পর চিকিত্সার জন্য জামিন দেওয়া হয় সাইবাবাকে।