গণযুদ্ধভারত

মাওবাদী নেতা RK এখন দণ্ডকারণ্যে, AOB এর নতুন দায়িত্বে গণপতি’র স্ত্রী !

মালকানগিরি জেলায় অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার যৌথ পুলিশ বাহিনীর সঙ্গে এক এনকাউন্টারে সিপিআই(মাওবাদী)’র ৩১জন গেরিলা ও আদিবাসী নিহত ও তাদের বিভিন্ন শীর্ষ নেতারা আহত হওয়ার পর গত শুক্রবার AOB স্পেশাল জোনাল কমিটির সম্পাদক পদ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আক্কিরাজু হরগোপাল ওরফে RK’কে সরিয়ে নিয়েছে সিপিআই(মাওবাদী)।

শুক্রবার একটি অডিও বার্তায় মাওবাদী নেতা ভূমিকা ওরফে পদ্মাক্কা AOBSZC এর নতুন সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন। এই মাওবাদী নেত্রীকে সিপিআই(মাওবাদী) সম্পাদক গণপতির স্ত্রী হিসেবে ধারণা করা হয়। পদ্মাক্কা এনকাউন্টারের জন্য প্রতিশোধ নেওয়ার শপথ নেন।

তিনি বলেন, ‘এনকাউন্টারের পর মাওবাদীরা ঐ অঞ্চলে শক্তিশালী হয়ে উঠেছে, স্থানীয়রা আমাদের সাথে আছে কারণ আমরা তাদের জন্যেই যুদ্ধ করে যাচ্ছি’।

এনকাউন্টারের পর নিখোঁজ থাকা RK বর্তমানে নিরাপদ আছেন এবং দন্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটিতে তাকে স্থানান্তর করা হয়েছে বলে ঐ বার্তায় উল্লেখ করা হয়েছে। মালকানগিরি’র ঐ এনকাউন্টারে RK’র ছেলে মাওবাদী গেরিলা মুন্নাও একইসাথে নিহত হন।