গত ১০ মার্চ বিপ্লবী গণতান্ত্রিক মঞ্চ (RDF) এর সর্ব ভারতীয় সভাপতি ভারভারা রাও এক বিবৃতিতে অধ্যাপক সাইবাবা সহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় গড়চিরলি কোর্টের রায়কে তীব্র ভাষায় নিন্দা করেছেন। এই রায় প্রসঙ্গে সরকার পক্ষের উকিলের বক্তব্য – এই প্রথম হোয়াইট কলার মাওবাদীদের শাস্তি দেওয়া হল, এই রায় বাইরে থাকা মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল বুদ্ধিজিবিদের বার্তা দেবে এবং ৮২৭ পাতার রায় ব্যাখ্যা করে ভারভারা রাও দেখিয়েছেন যে, বিচার প্রক্রিয়া ছিলো প্রতিহিংসা পরায়ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে জেলে থাকাকালীন অধ্যাপক সাইবাবা সহ ৬ জনের উপর শারীরিক অত্যাচার এবং ইচ্ছাকৃত ভাবে তাদের চিকিৎসায় বাধাদানেরও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। RDF এর পক্ষ থেকে সাইবাবাদের মুক্তি এবং গণতন্ত্র বিরোধী UAPA আইনের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় জনগণ, গণসংগঠন, রাজনৈতিক পার্টিগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে ।