কেন্দ্রীয় ও ছত্তিসগড় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২৭শে ফেব্রুয়ারি সারা ভারত ব্যাপী বনধের ডাক দিয়েছে সিপিআই(মাওবাদী)।
সিপিআই(মাওবাদী) দক্ষিণ সাব-জোনাল ব্যুরো’র সম্পাদক গনেশ উইকি ইস্যুকৃত এক সংবাদ বিবৃতিতে- মুদ্রারহিতকরণ এবং কর্পোরেট, বহুজাতিক কোম্পানি প্রতি সরকারের পক্ষপাতিত্বের প্রতিবাদে ভারত ব্যাপী বনধ সফল করার জন্য জনগণের সমর্থন চেয়েছেন।
মাওবাদী এই নেতা দাবি করেন যে, মুদ্রারহিতকরণ- মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দেশে দারিদ্র্যের নেতৃত্ব দিচ্ছে। মাওবাদীরা সুকমা জেলে বন্দী তেলেঙ্গানা ডেমোক্রেটিক ফ্রন্টের সাত সদস্যের মুক্তি এবং এই অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে চলমান সার্চ অপারেশন ও ভূয়া এনকাউন্টার বন্ধের দাবী জানান। তারা বাস্তারে ব্যাটালিয়নের সৃষ্টিতে উদ্বেগ প্রকাশ এবং ছত্রিশগড়ের আদিবাসী নারীদের উপর নৃশংসতার জন্য বাহিনীর ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এছাড়াও পুলিশ মহাপরিদর্শক SRP কাল্লুরি, যাকে সম্প্রতি বাস্তার থেকে রাজ্য পুলিশের সদর দপ্তরে স্থানান্তর করা হয়, তার বিরুদ্ধে হত্যা মামলা নিবন্ধনের দাবি জানান এই কমরেডরা। তারা সংঘাত-সংকুল দক্ষিণে ছত্তিশগড়ে কথিত মানবাধিকারের লঙ্ঘন, আদিবাসী গণহত্যা এবং জনগণের উপ দমন-নির্যাতন চালানোর জন্যে কাল্লুরিকে বরখাস্তের দাবী জানান।