স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করুন! গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন!
আমরা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন সংগঠনের যুবারা ফিলিপিনো যুবা ও জনগণের সঙ্গে একাত্মতা জানাচ্ছি। আমরা নৃসংশ হত্যাযজ্ঞ এবং বেপরোয়া মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাই। আমরা নিন্দা জানাই বিদ্রোহী সমালোচনা দমনে দুতের্তে সরকারের বিভিন্ন কূটকৌশলের।
দুতের্তে শাসনের অধীনে ফিলিপাইন মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড গড়েছে, যা এখনো চলছে। ওপলান টোকাং (দুতের্তে সরকারের কথিত মাদকবিরোধী অভিযান) ২৩ হাজার ফিলিপিনোর জীবন কেড়ে নিয়েছে। মিন্দানাও প্রদেশে সামরিক আইন জারি করে সেখানে সামরিকীকরণ করা হয়েছে। নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়ে কৃষক ও লুমাড আদিবাসীসহ চার লক্ষাধিক মানুষকে করা হয়েছে উদ্বাস্তু।
ফিলিপিনো জনগণকে আরও সন্ত্রস্ত করতে দুতের্তে প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপকহারে তথ্য বিকৃতি ছড়াচ্ছে এবং সন্ত্রাসী-ট্যাগ ব্যবহার করে। ত্রাসের রাজত্ব বজায় রাখার জন্য, তারা স্বৈরতান্ত্রিক হামলার বিরুদ্ধে থাকা ঐক্যবদ্ধ জনগণকে বিভক্ত করতে চায়। তবে ফিলিপিনো জনগণ, বিশ্ববাসীর সঙ্গে মিলিতভাবে তাদের ঐক্য সুদৃঢ় করছে, তীব্র আক্রমণ চালাচ্ছে।
ফিলিপিনো জনগণ আজ যে অবস্থার মুখোমুখি, সে অবস্থার আলোকে গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে জনগণের লড়াইয়ে আমরা অঙ্গীকার করছি। বিশ্বের বিভিন্ন অংশে হামলার প্রতিবাদ করার জন্য আমরা বিশ্বব্যাপী সকল স্বাধীনতাপ্রিয় মানুষকে আহ্বান জানাচ্ছি। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার দায়িত্ব অবশ্যই আমাদের নিতে হবে।
আন্তর্জাতিক সংহতি জিন্দাবাদ!
- স্বাক্ষর
১। আতিফ অনিক
প্রেসিডেন্ট, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বাংলাদেশ - ২। অরুনাক
রাজ্য সাধারণ সম্পাদক
ডেমোক্র্যাটিক স্টুডেন্টস’ ইউনিয়ন (তেলাঙ্গানা), ভারত - ৩। ভুশান লংজাম
সাধারণ সম্পাদক, সোশ্যালিস্ট স্টুডেন্টস’ ইউনিয়ন মণিপুর, মণিপুর, ভারত - ৪। রাম নেপালি
সাধারণ সম্পাদক, অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস’ ইউনিয়ন (বিপ্লবী), নেপাল - ৫। কারা লেনিনা তাগগাওয়া
জাতীয় মুখপাত্র, লিগ অব ফিলিপিনো স্টুডেন্টস, ফিলিপাইন