গণযুদ্ধ

বাংলাদেশঃনকশালবাড়ির অর্ধশতবর্ষ উদযাপন

সুধী,

দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট আন্দোলনে নকশালবাড়ির কৃষক অভ্যুত্থানের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। ১৯৬৭ সালে চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রভাবে, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্ষমতাধর রাষ্ট্রের বিরুদ্ধে কৃষকের রুখে দাঁড়ানোর সেই সংগ্রামের ধ্বনি এখনও প্রতিধ্বনিত হচ্ছে।
জনগণের প্রকৃত ক্ষমতা ও মুক্তির বিরোধী-পক্ষগুলো বরাবরই মহান মাওবাদী নেতা কমরেড চারু মজুমদারের নেতৃত্বে সূচিত নকশালবাড়ির এই সংগ্রামকে বাতিল করতে চাইলেও ইতিহাস প্রমাণ করেছে যে, নকশালবাড়ির পথই বিপ্লবী পথ।
এ বছর নকশালবাড়ি অভ্যুত্থানের অর্ধশতবর্ষে আমরা তাই জনগণের কাছে এই লড়াইয়ের তাৎপর্য তুলে ধরতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি। এসব কর্মসূচি সফল করতে আপনার অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

 


কর্মসূচি : ২৫ মে, ২০১৭। বৃহস্পতিবার।

মিছিল: বেলা ৩টা। জাতীয় প্রেসক্লাবের সম্মুখে।
আলোচনা সভা: বিকাল ৪টা। প্রগতি সম্মেলন কক্ষ।
মুক্তি ভবন। ২, পুরানা পল্টন, ঢাকা।



শুভেচ্ছাসহ
জাফর হোসেন
আহবায়ক
নকশালবাড়ি কৃষক অভ্যুত্থানের অর্ধশতবর্ষ উদযাপন কমিটি
যোগাযোগ : ০১৯১৫ ২২১৯৮০।


নকশালবাড়ি কৃষক অভ্যুত্থানের অর্ধশতবর্ষ উদযাপন কমিটি