গণযুদ্ধনেপাল

পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিপিএন মাওবাদী’র একদিনের সাধারণ ধর্মঘট পালিত

গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডু উপত্যকায় নেত্র বিক্রম চাঁদ নেতৃত্বাধীন সিপিএন মাওবাদী’র ডাকা হরতাল আংশিকভাবে জন জীবনকে প্রভাবিত করেছে। পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ১ দিনের এই ধর্মঘট পালিত হয়। এসময় বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

সিপিএন মাওবাদী মুখপাত্র খাদকা বাহাদুর বিশ্বকর্মা বলেন, ‘সরকার যদি সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে ব্যর্থ হয় তবে তারা আরো প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে।‘

এদিকে, গতকাল সকাল থেকে চাঁদ নেতৃত্বাধীন মাওবাদী দলের সঙ্গে যুক্ত কয়েকজন যুবককে রতন পার্ক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রঃ http://kathmandupost.ekantipur.com/news/2016-12-22/strike-effect-dismal-in-valley.html