মালকানগিরিতে গ্রেহাউন্ডের হাতে বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ ৩০ দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ৩ নভেম্বর ৫ রাজ্যে বনধের ডাক দিল মাওবাদীরা। ছত্তিশগড়, অন্ধ্র, ওড়িশা, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে এই বনধ ডেকেছে মাওবাদীরা। বিভিন্ন মিডিয়াকে পাঠান এক বিজ্ঞপ্তিতে মাওবাদীরা স্বীকার করে নিয়েছে সংঘর্ষের জেরে তাদের ৩ রাজ্য পর্যায়ের নেতা সহ বহু গুরুত্বপূর্ণ কর্মী নিহত হয়েছেন। মাওবাদীদের তরফে অভিযোগ করেছে স্থানীয় মানুষের ইচ্ছের বিরুদ্ধে বক্সাইট খননের চেষ্টা করছে সরকার। একই সঙ্গে সংঘর্ষের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁকে হুঁশিয়ারি দিয়েছে মাওবাদীরা। মাওবাদীদের কেন্দ্রীয় মুখপাত্র প্রতাপ ঐ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই এনকাউন্টারে তাদের ব্যাপক ক্ষতি হলেও খুব দ্রুত সেই ক্ষতি কাটিয়ে উঠবেন বলে তারা আশা প্রকাশ করছেন ।